সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:০৪ পিএম
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬৩৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মৃত্যু ও আক্রান্তের বিবরণ:
-
মৃত্যু: নতুন করে মারা যাওয়া পাঁচজনের মধ্যে বরিশাল বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন।
-
হাসপাতালে ভর্তি: নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন এবং অন্যান্য বিভাগে আরও কিছু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫০২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৩৬ হাজার ৫২৮ জন রোগী সুস্থ হয়েছেন।
চলতি বছরের মোট পরিসংখ্যান: এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জন। এছাড়া, এ যাবত মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৫২৭ জন।