সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:১৯ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠক করেছেন। এই বৈঠকে ওয়াশিংটন কাতারে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এই হামলা গাজায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। খবরটি এএফপি থেকে পাওয়া।
রুবিওর এই সফর এমন এক সময়ে হয়েছে, যখন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি সম্মেলনের বিরোধিতা করছে। এর মধ্যেই ইসরায়েল কাতারে হামলা চালায়, যেখানে হামাস নেতারা যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এতে ট্রাম্প প্রশাসনও চাপের মুখে পড়ে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর কাতারের পক্ষ নিয়ে বলেন, "কাতার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র। ইসরায়েলসহ সবাইকে সাবধান হতে হবে। হামলা চালানোর সময় ভেবে করতে হবে।" ওয়াশিংটন ছাড়ার আগে রুবিও জানান, "আমরা এই হামলায় খুশি নই।"
রুবিও জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় গাজা সিটি দখল, পশ্চিম তীরের অংশ সংযুক্তির পরিকল্পনা এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজা যুদ্ধ দ্রুত শেষ হোক, যার অর্থ হলো বন্দিদের মুক্তি এবং হামাস যাতে আর হুমকি না হতে পারে তা নিশ্চিত করা।
এএফপি’র হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২১৯ জন নিহত হন। অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৮৭১ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই তথ্যকে নির্ভরযোগ্য বলে মনে করে।