সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

শৈশবের কষ্টের দিন স্মরণ করলেন অভিনেতা ধানুশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:৫২ পিএম

শৈশবের কষ্টের দিন স্মরণ করলেন অভিনেতা ধানুশ

ছবি - সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ তার নতুন সিনেমা 'ইডলি কড়াই' নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন। সম্প্রতি সিনেমাটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে তিনি তার শৈশবের করুণ গল্পের কথা শোনালেন। ধানুশ জানান, ছোটবেলায় প্রতিদিন ইডলি খাওয়ার ইচ্ছা থাকলেও তার পরিবারের তা কেনার সামর্থ্য ছিল না।

ফুল বিক্রি করে ইডলি: ধানুশ বলেন, “প্রতিদিন ইডলি খেতে মন চাইত, কিন্তু কেনার পয়সা ছিল না। সেই টাকা জোগাড় করতে ভোর ৪টায় ঘুম থেকে উঠে বোন আর অন্য ভাই-বোনদের সঙ্গে পাড়ার সবার বাড়ি থেকে ফুল জোগাড় করে বিক্রি করতাম।” তিনি জানান, যে যত ফুল জোগাড় করতে পারত, সে অনুযায়ী লাভের ভাগ পেত।

শৈশবের অর্থাভাব এখন না থাকলেও, পরিশ্রম করে কেনা ইডলির সেই স্বাদ আর তৃপ্তি এখন আর পান না বলে জানান এই অভিনেতা। সেই স্মৃতি থেকেই তিনি নিজের ছবির নাম রেখেছেন 'ইডলি কড়াই'।