সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:৫৫ পিএম
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তাপাড়ের বাসিন্দাদের মধ্যে বন্যা ও নদীভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ সেন্টিমিটার, যা বিপৎসীমা (৫২.১৫ মিটার) থেকে মাত্র ১ সেন্টিমিটার নিচে।
এর আগে সকাল ৬টায় পানির উচ্চতা বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে সকাল ৯টায় তা আবারও বিপৎসীমার নিচে নেমে আসে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। নদীর পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে।
এদিকে, তিস্তার চরাঞ্চলের নিম্নাঞ্চলে থাকা বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। স্থানীয়দের মতে, হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮-১০টি চর এলাকায় পানি ঢুকতে পারে। এ অবস্থায় নদীর তীরবর্তী এলাকার মানুষজন আতঙ্কে রয়েছে।