সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

নুরের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘সময়সীমা’ বেঁধে দিল গণঅধিকার পরিষদ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:৪৬ এএম

নুরের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘সময়সীমা’ বেঁধে দিল গণঅধিকার পরিষদ

ছবি - সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে দলটি।

এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা' ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে গণঅধিকার পরিষদ।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি হামলার ঘটনায় সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানান।

গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান সংবাদ সম্মেলনে নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান। তিনি বলেন, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে হঠাৎ নুরের অবস্থার অবনতি হয়েছে।

তার নাকের হাড়ের ভাঙন বেড়েছে, চোয়ালে জটিলতা দেখা দিয়েছে এবং ডান পাশ আংশিক অবশ হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে। তিনি এখনও শক্ত খাবার খেতে পারছেন না এবং তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করেন, নুরের বিদেশে চিকিৎসার বিষয়ে সরকার গড়িমসি করছে। ফারুক হাসান বলেন, প্রধান উপদেষ্টা দ্রুত নুরকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে যথেষ্ট গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে।

শুরুতে সিঙ্গাপুরে নেওয়ার কথা বলা হলেও এখন ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে, যা সরকারের সদিচ্ছার ঘাটতি প্রমাণ করে।