সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

নাশকতার মামলায় ফখরুল-গয়েশ্বরসহ ৭০ জনকে অব্যাহতি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:১২ এএম

নাশকতার মামলায় ফখরুল-গয়েশ্বরসহ ৭০ জনকে অব্যাহতি

ছবি - সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানা এলাকায় মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে দায়ের করা একটি মামলা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাসসহ মোট ৭০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন।

মামলার প্রেক্ষাপট ২০১৯ সালের ১১ ডিসেম্বর শাহবাগ থানার হাইকোর্ট মাজার গেট সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছিল। সেই সময় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির দিন ধার্য ছিল।

আইনজীবীর বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই এসব মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা না পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। আজ আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে সকল আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন।

উল্লেখ্য, এই মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।