মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

আবু সাঈদ হত্যা মামলা: চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:০৫ পিএম

আবু সাঈদ হত্যা মামলা: চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ছবি - সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলার ৩০ আসামির মধ্যে ছয়জন বর্তমানে কারাগারে আছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। আজ সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে ২৮ আগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর রোববার (৭ সেপ্টেম্বর) দ্বিতীয় ও তৃতীয় সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও রাষ্ট্রপক্ষের সাক্ষী রাজিবুল ইসলামের জেরার কার্যক্রম সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ পরবর্তী সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

গত ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। গত ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন আসামি এখনো পলাতক রয়েছেন।