সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৪:৫৯ পিএম
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষা-২০২৩-এর ফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার দাঁড়িয়েছে ৯৫.০৫ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছিল ১১ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ১০ হাজার ৭৫৭ জন উত্তীর্ণ হয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মাদ্রাসা শিক্ষাকে দেশের জন্য একটি মডেল শিক্ষাব্যবস্থায় পরিণত করতে তারা কাজ করে যাবেন। তিনি আরও জানান, চলতি বছরেই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে সেশনজট ও সনদজটমুক্ত করা হবে।
মেধাতালিকার শীর্ষে: এ বছর ফাজিল পরীক্ষার মেধাতালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চূড়ান্ত বর্ষে প্রথম স্থান অর্জন করেছে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। দ্বিতীয় স্থান অধিকার করেছে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। শুধু চূড়ান্ত বর্ষের ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা।
উল্লেখ্য, গত ২৫ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশজুড়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।