মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে গাঙ্গুলির অকপট স্বীকারোক্তি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০১:৫২ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে গাঙ্গুলির অকপট স্বীকারোক্তি

ছবি - সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেখানে টানটান উত্তেজনা, সেখানে এবারকার এশিয়া কাপের লড়াই নিয়ে মোটেও উচ্ছ্বসিত নন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি সরাসরি বলেছেন, ম্যাচটি এতটাই একপেশে ছিল যে তিনি মাত্র ১৫ ওভার পরেই দেখা বন্ধ করে দিয়েছেন।

সোমবার এক অনুষ্ঠানে 'প্রিন্স অব কলকাতা' জানান, তিনি মোটেও অবাক হননি। “১৫ ওভার দেখার পরই টেলিভিশন চ্যানেল পাল্টে ম্যানইউ বনাম ম্যানসিটি ম্যাচ দেখতে শুরু করি।”

গাঙ্গুলির অকপট স্বীকারোক্তি, এখন আর ভারত-পাকিস্তান লড়াইয়ে সেই আগের প্রতিদ্বন্দ্বিতা নেই। তার ভাষায়, "পাকিস্তান আর ভারতের প্রতিদ্বন্দ্বী নয়। আমি সেটা সম্মান রেখেই বলছি। কারণ আমি ওদের আগের দল দেখেছি। এখন মানের ঘাটতি স্পষ্ট।"

গত পাঁচ বছর ধরে এই ম্যাচকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা সম্পূর্ণই ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, ভারত-অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড কিংবা এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে খেলাও এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

এদিকে, ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর ঘটনা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রসঙ্গে সরাসরি মন্তব্য এড়িয়ে গেছেন গাঙ্গুলি।

তিনি বলেন, "সন্ত্রাসবাদ বন্ধ হওয়া সবচেয়ে জরুরি। শুধু ভারত-পাকিস্তান নয়, গোটা পৃথিবীতেই। খেলা বন্ধ করা সমাধান নয়, সন্ত্রাস থামাতে হবে।" তিনি খেলোয়াড়দের সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন করলে সূর্যকুমার যাদবকে জিজ্ঞেস করার পরামর্শ দেন, যিনি ইতোমধ্যে এ বিষয়ে উত্তর দিয়েছেন।