সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:১২ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বাসস জানিয়েছে, বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টা মন্দিরে যান এবং পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে একটি শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন।
দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ছুটি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই ছুটি নির্ধারিত হয়েছে। এর মধ্যে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা দুদিন বাড়তি ছুটি পাবে।
অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিসগুলোতেও টানা চার দিনের ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরা দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পাবেন।