সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:৫৭ পিএম
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, দুর্গাপূজা ঘিরে যাতে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, পূজার এই উপলক্ষে বছরে একবার সবার সঙ্গে দেখা হওয়ার এবং কথা বলার সুযোগ হয়।
পূজা উদযাপন কমিটির নেতারা প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। তারা বলেন, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে এবং সারাদেশে পুরোদমে প্রস্তুতি চলছে। তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবারের পূজায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, গত বছর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন, "আমরা এমন দেশ চাই না, যেখানে নিরাপত্তা বাহিনী দিয়ে কড়া পাহারা বসিয়ে পূজা হবে।" বাসুদেব ধর বলেন, কোনো সরকারপ্রধানের কাছ থেকে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ এই প্রথম দেখা গেল।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, ধর্ম মন্ত্রণালয় সব ধর্মের প্রতিনিধিত্ব করে এবং তারা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সহ বিভিন্ন ধর্মীয় ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।