সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:৪২ পিএম
জামায়াতে ইসলামীর নেতা মাসুদ সাঈদী রাজনৈতিক দলগুলোকে ভোট বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মাসুদ সাঈদী বলেন, "ডাকসু, জাকসুতে দেখলাম আমাদের কিছু বন্ধু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। আমরা বলতে চাই, নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন। জনগণের কাছে যান, জনগণের ভালোবাসা পেতে চেষ্টা করুন। তাহলে আর ভোট বর্জন করতে হবে না।"
আগামী নির্বাচন সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে করার দাবি জানিয়ে তিনি বলেন, "পিআর পদ্ধতি একটি গ্রহণযোগ্য পদ্ধতি। কিন্তু যারা কালো টাকায় নির্বাচন করে এবং মনোনয়ন বাণিজ্য করে, তারাই কেবল এই পদ্ধতির বিরোধিতা করে।"
তিনি আরও বলেন, অতীতে যারা ক্ষমতায় এসেছে, তাদের অধিকাংশই চেয়ারকে পৈতৃক সম্পত্তি মনে করেছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। তিনি সতর্ক করে বলেন, অতীতের নির্বাচনের সঙ্গে ২০২৬ সালের নির্বাচন মেলানো যাবে না, কারণ নিবন্ধিত অনেকগুলো ইসলামি দল মিলে একটি নতুন মোর্চা তৈরি হয়েছে।
মাসুদ সাঈদী বলেন, তাদের রাজনীতি বিভেদের নয়, বরং উন্নয়ন ও ভালোবাসার। তিনি একটি দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। নিজের ও তার বাবার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমার বাবা আল্লামা সাঈদী দুর্নীতিবাজ ছিলেন না। তার সন্তানরাও দুর্নীতিবাজ নয়। আমরা তার প্রমাণ দিয়েছি।"
যুব সমাবেশে জিয়ানগর উপজেলা জামায়াত ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।