মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ : ইলিয়াসপত্নী লুনা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:২৭ পিএম

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ : ইলিয়াসপত্নী লুনা

ছবি - সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন যে, একটি পক্ষ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি অভিযোগ করেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে এবং এসব ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের নয়াবাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 লুনা বলেন, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হবে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের '৩১ দফা'কে একটি সুন্দর দেশ গড়ার পরিপূর্ণ রোডম্যাপ হিসেবে উল্লেখ করেন এবং নেতাকর্মীদের এই বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এম ইলিয়াস আলী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই অঞ্চলে যে অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন, তা এখনও মানুষের হৃদয়ে রয়েছে। তার পরে অনেকেই এমপি হলেও তারা ভাঙা রাস্তাগুলোও সংস্কার করতে পারেননি।

তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথ ও ওসমানীনগরের রাস্তাঘাট সংস্কারের জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তাকে আশ্বস্ত করা হয়েছে যে শিগগিরই সংস্কার কাজ শুরু হবে। তিনি জনগণের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।