মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:৪৮ পিএম

ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি

ছবি - সংগৃহীত

ভারতীয় পণ্যের রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর থেকে ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা চলছে। আগামীকাল মঙ্গলবার দেশ দুটির মধ্যে বাণিজ্যবিষয়ক বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগেই ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

মার্কিন বাণিজ্যমন্ত্রীর অভিযোগ: যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে ভারতের অস্বীকৃতির কারণে নয়াদিল্লি মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে বলে জানিয়েছেন লুটনিক। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত গর্ব করে যে তাদের ১.৪ বিলিয়ন মানুষ আছে।

১.৪ বিলিয়ন মানুষ কেন তাহলে এক বুশেল মার্কিন ভুট্টা কিনবে না? এটা কি বিরক্তিকর নয় যে তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে, কিন্তু আমাদের কাছ থেকে ভুট্টা কিনবে না? তারা সবকিছুর ওপর শুল্ক আরোপ করে।”

লুটনিক আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে শুল্ক কমাতে এবং যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে যেভাবে আচরণ করে, ভারতের কাছ থেকেও সেরকম আচরণ আশা করেন।

ট্রাম্প প্রশাসনের অবস্থান: হাওয়ার্ড লুটনিক বলেন, ট্রাম্প প্রশাসন বছরের পর বছর ধরে চলা ভুল সংশোধন করতে চায়। তাই এটি ঠিক না করা পর্যন্ত তারা অন্যভাবে শুল্ক আরোপ করতে ইচ্ছুক। তিনি আরও বলেন, “এটা প্রেসিডেন্টের (ট্রাম্প) মডেল। হয় আপনি এটি গ্রহণ করুন, নতুবা বিশ্বের বৃহত্তম ভোক্তার সঙ্গে ব্যবসা করতে আপনার কঠিন সময় কাটবে।”

উল্লেখ্য, আগামীকাল নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন এই বৈঠকে কী সিদ্ধান্ত আসে, সেটাই দেখার বিষয়।