মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড জিতলেন আফঈদা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:৩৯ পিএম

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড জিতলেন আফঈদা

ছবি - সংগৃহীত

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার 'ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫' জিতেছেন। স্বেচ্ছাসেবামূলক কাজে অবদান রাখা এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে পুরস্কারটি তুলে দেন।যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে আফঈদাসহ মোট ১২ জনকে সম্মাননা জানানো হয়।

পুরস্কার পাওয়ার পর আফঈদা তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে লেখেন, "আলহামদুলিল্লাহ। আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।"

তিনি তার পরিবার, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই পুরস্কার শুধু তার নয়, এটি সেসব তরুণের জন্য যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।