সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০২:২১ পিএম
গাজায় সামরিক অভিযান বাড়ানোর ইসরায়েলি সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাজ্যের একটি মর্যাদাপূর্ণ সামরিক কলেজ ইসরায়েলি সেনাদের ভর্তি নিষিদ্ধ করেছে। এটি ১৯২৭ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো ঘটেছে বলে জানা গেছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র 'দ্য টেলিগ্রাফ'কে জানিয়েছেন, যুক্তরাজ্যের সমস্ত সামরিক কোর্স আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার ওপর জোর দেয়। কিন্তু গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধিকে তারা একটি ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন।
মুখপাত্র আরও বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বাড়ানোর মাধ্যমে এই যুদ্ধের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করা জরুরি।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আমির বারাম এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে 'বৈষম্যমূলক' এবং যুদ্ধে থাকা মিত্রের প্রতি 'গভীর অসম্মানজনক' কাজ বলে অভিহিত করেছেন।
বারাম নিজেও এই কলেজ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের সহনশীলতার ঐতিহ্যের পরিপন্থী।
সাম্প্রতিক এই নিষেধাজ্ঞা লন্ডন এবং জেরুজালেমের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে গাজায় ব্যবহৃত অস্ত্রের জন্য ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিত করে যুক্তরাজ্য। গত সপ্তাহে লন্ডনে একটি বড় অস্ত্র মেলায় ইসরায়েলি কর্মকর্তাদের অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়।