মোঃ হামিম রানা
সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:৪৬ এএম
ছবি-দিনাজপুর টিভি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর রাণীশংকৈলের এডুকেশন কেয়ার পয়েন্ট কোচিং সেন্টার-এর হলরুমে এই প্রশিক্ষণ হয়। এতে রাণীশংকৈল উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির মোট ২৫ জন সদস্য অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মৌলিক চিকিৎসা, জরুরি পরিস্থিতিতে প্রাথমিক সেবা এবং দুর্ঘটনায় দ্রুত করণীয় সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। উপস্থিত সদস্যরা এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন।
প্রশিক্ষণ কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাণীশংকৈল উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা মোঃ নাজমুল হক। তাকে সহযোগিতা করেন ইউনিটের প্রশিক্ষণ ও সহপাঠক্রম বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আসিফ ইকবাল।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যরা স্থানীয় পর্যায়ে রেড ক্রিসেন্টের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তারা মনে করেন, এই প্রশিক্ষণ তাদের শুধু মানবিক সেবায় নয়, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করবে।