মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ভোজ্যতেল আমদানির খরচ বাড়াল সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:১৩ এএম

ভোজ্যতেল আমদানির খরচ বাড়াল সরকার

ছবি - সংগৃহীত

ভোজ্যতেল আমদানিকে আরও ব্যয়বহুল করতে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানির ওপর এক শতাংশ উৎসে কর বসিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগে এই পণ্যগুলোর আমদানিতে কোনো ধরনের উৎসে কর ছিল না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, সানফ্লাওয়ার বিজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে এই এক শতাংশ উৎসে কর প্রযোজ্য হবে।

এদিকে, আন্তর্জাতিক বাজারে দাম কমায় গত আগস্টে সরকার প্রতি লিটার পাম তেলের দাম ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছিল। তবে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকায় অপরিবর্তিত রয়েছে।

এর আগে গত ১৫ এপ্রিল সয়াবিন ও পাম তেলের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।