মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

‘শুধু আ.লীগ বললে খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার’

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:৫৪ এএম

‘শুধু আ.লীগ বললে খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার’

ছবি - সংগৃহীত

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক সরওয়ার আলমগীর দাবি করেছেন যে, কেবল আওয়ামী লীগের নাম বললে ভারতের সীমান্ত খুলে দেওয়া হচ্ছে, কিন্তু অন্যদের জন্য নয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকটি 'জনগণের দাবি, প্রত্যাশা ও দুর্ভোগের কথা শুনতে' আয়োজন করা হয়েছিল।

সরওয়ার আলমগীর বলেন, "আওয়ামী লীগ এ দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন করে ভারতে পালিয়েছে। শুধু আওয়ামী লীগ বললে খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার, কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে।"

তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, "বিএনপির নাম ভাঙিয়ে কোনো অন্যায়-অবিচার করা যাবে না। সন্ত্রাস ও চাঁদাবাজের কোনো স্থান শহীদ জিয়ার দলে নেই।"

বৈঠকে পৌর বিএনপির সদস্য নাছির উদ্দীন চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।