মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সিদ্ধান্ত পরিবর্তন করলেন সেমন্তি সৌমি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:২০ এএম

সিদ্ধান্ত পরিবর্তন করলেন সেমন্তি সৌমি

ছবি - সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সেমন্তি সৌমি তার ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। একসময় বিদেশি ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখলেও এখন তার পছন্দ একজন বাংলাদেশি ছেলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি।

সৌমি বলেন, "বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না।" তিনি তার এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে আরও বলেন, "যতই ইংরেজিতে কথা বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার যে মজা, তা সেখানে পাওয়া যায় না। সব অনুভূতি ভাগ করা যায় না।"

অভিনেত্রী জানান, তিনি আগামী বছর বিয়ে করার পরিকল্পনা করছেন। তার কথায়, "আমার পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব, আপনারা সবাই দাওয়াত খাবেন।"

সৌমির এই মন্তব্য শুনে ভক্তরা বেশ চমকে গেছেন, তবে অনেকেই তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।