মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ডিপ্লোমাধারীদের আন্দোলনের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০২:০০ পিএম

ডিপ্লোমাধারীদের আন্দোলনের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ছবি - সংগৃহীত

ডিপ্লোমাধারী প্রকৌশলীদের আন্দোলনের প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বুয়েট ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীদের প্রধান দাবি হলো, সরকারি চাকরিতে ডিপ্লোমাধারীদের জন্য নতুন করে কোনো সমমানের পদ সৃষ্টি করা বা ১০ম গ্রেডে নিয়োগ দেওয়া উচিত নয়।

তারা বলছেন, প্রকৌশল খাতের ১০ম গ্রেডের কারিগরি পদগুলো কেবল গ্র্যাজুয়েট প্রকৌশলীদের জন্য সংরক্ষিত রাখা প্রয়োজন। তাদের মতে, ডিপ্লোমাধারীদের জন্য পূর্ণাঙ্গ কোটা দাবি সম্পূর্ণ অযৌক্তিক এবং এতে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।

শিক্ষার্থীরা যুক্তি দেখিয়ে বলেন, স্বাস্থ্য খাতে এমবিবিএস ডিগ্রিধারীরা ৯ম গ্রেডে সহকারী সার্জন হিসেবে নিয়োগ পান, কিন্তু একই গ্রেডে কোনো ডিপ্লোমাধারীকে নিয়োগ দেওয়া হয় না।

তাই প্রকৌশল খাতে যদি ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়, তাহলে প্রকৌশল শিক্ষা ও পেশাগত কাঠামোতে বৈষম্য তৈরি হবে।

বুয়েটের শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও ডিপ্লোমা শিক্ষার্থীরা সহিংস পথ বেছে নিয়েছে। যা তাদের এই আন্দোলনকে সমাধানের বদলে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।