আগস্ট ৮, ২০২৫, ১০:১৯ এএম
রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবারও বেড়েছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ায় পেঁয়াজ, মুরগি ও ডিমসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। খুচরা বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। খিলক্ষেত বাজারে এক ক্রেতা জানান, গত সপ্তাহে তিনি ৫৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনলেও এখন তার দাম ৭৫ টাকা। বিক্রেতারা বলছেন, পাবনা ও ফরিদপুরের মোকামে বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
এদিকে, ফার্মের মুরগির ডিমের দামও বেড়েছে। প্রতি ডজন ডিম এখন ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ১০ টাকা কম। ডিম বিক্রেতাদের মতে, অনেক খামারি লোকসানের কারণে উৎপাদন বন্ধ করায় বাজারে ডিমের সরবরাহ কমে গেছে।
পেঁয়াজ ও ডিম ছাড়াও ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে, যা এখন ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের মসুর ডালের দামও কেজিপ্রতি ১৫ টাকা বেড়ে ১৩৫ টাকা হয়েছে।
সবজির বাজারেও দাম চড়া। টমেটোর দাম দফায় দফায় বেড়ে এখন ২০০ টাকা, আর গাজরের কেজি ১৬০ টাকা। পেঁপের মতো কয়েকটি সবজি ছাড়া বেশিরভাগ সবজির কেজি এখন ৬০ টাকার ওপরে। কাঁচা মরিচের দামও বেশ চড়া, প্রতি কেজি ২৪০ থেকে ২৮০ টাকা।