সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ফলের বাজারে আগুন, এক মাল্টা ১০০ টাকা!

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ১২:৫৮ পিএম

ফলের বাজারে আগুন, এক মাল্টা ১০০ টাকা!

ছবি-দিনাজপুর টিভি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের পাশাপাশি ফলের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশেষত রাজধানীতে এর প্রভাব সবচেয়ে বেশি। এই মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ, ফল এখন আর সহজলভ্য খাদ্য নয়, বরং একটি বিলাসবহুল পণ্যে পরিণত হচ্ছে। এই প্রতিবেদনে রাজধানীর বাজারগুলোতে ফলের দামের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই রাজধানীর ফলের বাজারে চলছে লাগামহীন মূল্যবৃদ্ধি। আপেল, মাল্টা থেকে শুরু করে সব ধরনের ফলের দাম চড়া। শনিবার (৯ আগস্ট) মুগদা ও বাসাবো এলাকার বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি আকারের একটি মাল্টা কিনতে ক্রেতাদের ১০০ টাকা গুনতে হচ্ছে।

বাজারের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে বিভিন্ন ফলের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

  • আম: গত সপ্তাহে ১৫০ টাকা কেজি দরের বারি-৪ আম এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

  • মাল্টা: গত সপ্তাহে ২৮০ টাকা দরের মাল্টা এখন বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, আর উন্নত মানের মাল্টা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়।

  • ডালিম: ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪২০ টাকা।

  • আপেল: ছোট আপেল ২৫০ থেকে ২৮০ টাকায় এবং বড় আপেল ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

  • ড্রাগন ফল: ১৬০ টাকা থেকে বেড়ে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের এই লাগামহীন দামে ক্ষোভ প্রকাশ করে ক্রেতা লামিয়া আক্তার বলেন, "বাচ্চাদের জন্য কিছু ফল কিনতে এসে দাম শুনে মাথা ঘুরে গেল। এক পিস মাল্টা ১০০ টাকা—এটা কোনো কথা!"

তবে বিক্রেতারা বলছেন, দাম বাড়ার পেছনে তাদের কোনো হাত নেই। ফল ব্যবসায়ী নুর ইসলাম বলেন, "আমরাও কম দামে বিক্রি করতে চাই। কিন্তু পাইকারি বাজারেই দাম বেড়ে আসছে। পরিবহন খরচও অনেক বেশি।"

ভোক্তাদের মতে, সরকার যদি বাজার মনিটরিং বাড়িয়ে যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে ফল সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।