সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সোনার শুল্ক নিয়ে বিভ্রান্তি দূর করবে যুক্তরাষ্ট্র

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ০৭:৪০ পিএম

সোনার শুল্ক নিয়ে বিভ্রান্তি দূর করবে যুক্তরাষ্ট্র

ছবি-দিনাজপুর টিভি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি প্রায়শই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি করে। সম্প্রতি, সোনার বারের ওপর শুল্ক আরোপের একটি খবর বিশ্বজুড়ে আর্থিক বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই অনিশ্চয়তার কারণে মার্কিন ফিউচার মার্কেটে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্টতা আনার ঘোষণাটি বাজারকে কিছুটা শান্ত করেছে, কিন্তু মূল সমস্যাটি এখনো অমীমাংসিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের জেরে সোনার বারও শুল্কের আওতায় পড়তে পারে—এমন আশঙ্কায় শুক্রবার মার্কিন ফিউচার মার্কেটে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। পরে অবশ্য হোয়াইট হাউস থেকে এই বিষয়ে একটি নির্বাহী আদেশ জারির কথা জানানো হলে দাম কিছুটা কমে আসে।

মার্কিন শুল্ক কর্তৃপক্ষের একটি চিঠিতে বলা হয়, ১ কেজি ও ১০০ আউন্স (প্রায় ২.৮ কেজি) ওজনের সোনার বারকে শুল্ক আরোপের আওতায় আনা উচিত। তাদের যুক্তি, এই মূল্যবান ধাতু বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি করতে পারে। এই খবর প্রকাশের পর থেকেই বাজারে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। কারণ, সুইজারল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে আসা সোনার বারগুলোর বেশিরভাগই এই আকারের।

বৃহস্পতিবার ফাইন্যান্সিয়াল টাইমস-এ খবরটি প্রকাশিত হওয়ার পর, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এএফপিকে জানান যে, ট্রাম্প প্রশাসন শিগগিরই একটি নির্বাহী আদেশ জারি করে সোনার বার ও অন্যান্য বিশেষ পণ্যের শুল্ক নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করবে। এর ফলে, সোনার বার আসলে শুল্কের আওতায় পড়বে কি না—তা এখনো নিশ্চিত নয়।

শুল্ক আরোপের আশঙ্কায় শুক্রবার সকালে নিউইয়র্কের কমেক্স ফিউচার বাজারে ডিসেম্বর ডেলিভারির জন্য প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৩,৫৩৪.১০ ডলারে পৌঁছে। পরে হোয়াইট হাউসের ঘোষণার পর দাম কমে আসে।

কমার্শিয়াল ব্যাংকের বিশ্লেষক কার্স্টেন ফ্রিটশ বলেন, "সোনার বারের ওপর শুল্ক আরোপ বাজারে বড় প্রভাব ফেলতে পারে, কারণ প্রধান সরবরাহকারী দেশ সুইজারল্যান্ড ইতিমধ্যেই মার্কিন উচ্চ শুল্কের আওতায় রয়েছে।"