সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

কসমেটিক সার্জারি নিয়ে মুখ খুললেন তামান্না, কড়া জবাব

বিনোদন ডেস্ক

আগস্ট ৪, ২০২৫, ০৭:০০ পিএম

কসমেটিক সার্জারি নিয়ে মুখ খুললেন তামান্না, কড়া জবাব

ছবি- সংগৃহীত

বলিউডের অভিনেত্রীদের রূপচর্চা ও সৌন্দর্য বৃদ্ধি নিয়ে বিতর্ক নতুন নয়। সম্প্রতি এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। কসমেটিক ট্রিটমেন্ট বা সার্জারি নিয়ে তারকাদের নীরবতা প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে কড়া জবাব দিয়েছেন, যেখানে তিনি সমাজের বিচারমূলক মনোভাবকেই দায়ী করেছেন।

 বলিউড অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুর পর গ্লুটাথায়োন ইনজেকশনের মতো অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ঘটনার পর কসমেটিক সার্জারি এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে তারকাদের মাঝে নীরবতা কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে তামান্নার মন্তব্যটি বেশ গুরুত্বপূর্ণ।


 তামান্না ভাটিয়া সাক্ষাৎকারে বলেন, "সিনেমার জগতের কারও সঙ্গে কিছু হলেই, সেটা নিয়ে আলোচনার ঝড় ওঠে... সমাজের একটা বড় অংশ আছে যারা তারকাদের চেহারা নিয়ে সারাক্ষণ বিচার করতে ভালোবাসে। এতটা জাজমেন্টের মধ্যে দিয়ে কেউ যেতে চায় না।" তিনি বলেন, অনেক মানুষ সমালোচনার ভয়ে কসমেটিক প্রসিডিওরের ব্যাপারে খোলাখুলি কথা বলেন না।

তবে তিনি বর্তমান প্রজন্ম অর্থাৎ 'জেন-জি' সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে বলেন যে, তারা এ বিষয়ে অনেক বেশি খোলামেলা। তামান্না মনে করেন, প্রত্যেকেরই নিজস্ব স্পেস বা ব্যক্তিগত জীবন থাকে এবং তারকাদের ক্ষেত্রে এই সমালোচনার মাত্রা অনেক বেশি হয়।

তামান্না এই সাক্ষাৎকারে তার ব্যক্তিগত সৌন্দর্যের দর্শনও তুলে ধরেন। তিনি বলেন, ছোটবেলায় তিনি মনে করতেন 'ছিপছিপে শরীর' মানেই 'সুন্দর'। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে, সৌন্দর্য আসলে শরীরের ওজনের ওপর নির্ভর করে না, বরং নিজের আত্মসম্মান ও স্বাচ্ছন্দ্যের ওপর নির্ভর করে। তিনি বলেন, "সুন্দর লাগার অনুভূতি আসলে আমার ওজনের ওপর নির্ভর করে না।"