সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

দেব-এর সঙ্গে বিচ্ছেদের পর কী হয়েছিল? শুভশ্রী বললেন

বিনোদন ডেস্ক

আগস্ট ৭, ২০২৫, ১০:৩৮ এএম

দেব-এর সঙ্গে বিচ্ছেদের পর কী হয়েছিল? শুভশ্রী বললেন

ছবি- সংগৃহীত

একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন দেব এবং শুভশ্রী। পর্দার বাইরেও তাদের প্রেম ছিল আলোচনার বিষয়। কিন্তু সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে, যা শুভশ্রীর জীবনে এক কঠিন অধ্যায় নিয়ে আসে। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে এসে তিনি সেই সময়ের কথা অকপটে বলেছেন।

জি বাংলার পুরোনো রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’-তে অতিথি হয়ে এসে শুভশ্রী তার জীবনের সেই কঠিন সময়ের কথা শোনান। তিনি বলেন, “আমি খুব ছোট বয়সে জীবনের খারাপ সময়টা দেখেছি। একটা সময় কাজ থেকেও আমার মন উঠে গিয়েছিল। নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ ছেড়ে দিই। পরাণ যায় জ্বলিয়া রে… ছবির পর কাজ করাই বন্ধ করে দিই।”


তবে কাজ ছাড়ার পর যে সম্পর্কের জন্য তিনি সবকিছু ত্যাগ করেছিলেন, সেটিও টিকল না। তখনই তিনি জীবনের অনিশ্চয়তা বুঝতে পারেন। শুভশ্রী বলেন, “সেই সময় আমি আমার চারটি বছর নষ্ট করেছি। মনের কষ্ট বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারিনি। বাইরে থেকে হাসিখুশি থাকলেও, পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে ফিরতাম।”

কিন্তু জীবনের সেই কঠিন পরিস্থিতি তাকে ভেঙে দিতে পারেনি। তিনি বলেন, “যখন আমার আর কিছু হারানোর ছিল না, তখনই বলেছিলাম—যা পাব সেটাই আমার প্রাপ্তি হবে। তারপর থেকেই ঈশ্বরের আশীর্বাদে জীবনে সাফল্য আসতে শুরু করে।”

ভালোবাসা নিয়ে তার বিশ্বাস আজও অটুট। শুভশ্রীর ভাষায়, “আমি ভালোবাসাকে কখনও অস্বীকার করিনি। খারাপ অভিজ্ঞতা হলেও ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতি। পৃথিবীর সব মানুষই ভালোবাসার খোঁজে আসে। পেশা, টাকা—সব কিছু পরে আসে। ভালোবাসা থাকলে সবটাই সহজ হয়ে যায়।”

বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে সুখে সংসার করছেন শুভশ্রী। তাদের একমাত্র ছেলে ইউভানকে নিয়ে এখন তার ঘর ভরা আনন্দ। এর মধ্যেই প্রাক্তন প্রেমিক দেবের সঙ্গে তার নতুন ছবি 'ধুমকেতু' নিয়ে তিনি আবারও পর্দায় হাজির হচ্ছেন। এই ছবিটি তাদের পুরোনো অনুরাগীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।