সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

দেহরক্ষককে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন সালমান খান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১০:২৭ এএম

দেহরক্ষককে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন সালমান খান

ছবি-দিনাজপুর টিভি

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে তার ব্যক্তিগত দেহরক্ষী শেরার সম্পর্ক দীর্ঘদিনের। গত তিন দশক ধরে শেরা সালমানের ছায়া হয়ে আছেন। এই সম্পর্ক শুধু পেশাদারিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বন্ধুত্বের এক দৃঢ় বন্ধনে আবদ্ধ। সম্প্রতি শেরার বাবা মারা গেলে সালমান তার পাশে দাঁড়ালেন, যা আবারও তাদের গভীর সম্পর্কের প্রমাণ দিল।

বলিউড ভাইজান সালমান খানের দীর্ঘদিনের দেহরক্ষী শেরা সম্প্রতি তার বাবাকে হারিয়েছেন। বাবার মৃত্যুর খবর শুনেই শোকাহত শেরার পাশে দাঁড়িয়েছেন সালমান খান। এই ঘটনা আবারও প্রমাণ করল যে, বিতর্কের ঊর্ধ্বে উঠে কাছের মানুষদের প্রতি সালমানের ভালোবাসা চিরন্তন।

শেরার বাবা সুন্দর সিং জলি (৮৮) ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গত ৭ আগস্ট মারা যান। বাবার মৃত্যুর খবর শেরা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। খবরটি জানার পর পরই সালমান তার পাশে এসে দাঁড়ান। বুধবার সন্ধ্যায় ওশিওয়ারার শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এরপরই সালমান শেরার বাড়িতে গিয়ে তাকে গভীর সমবেদনা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, সালমান গভীর আবেগের সঙ্গে শেরাকে জড়িয়ে ধরেছেন। তাদের এই আবেগঘন মুহূর্তটি সবার হৃদয়ে দাগ কেটেছে। ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা এই দৃশ্য দেখে তাদের সম্পর্কের প্রশংসা করে অসংখ্য মন্তব্য করেছেন।

শেরার আসল নাম গুরমিত সিং জলি। নব্বইয়ের দশকের শুরু থেকে তিনি সালমান খানের দেহরক্ষী হিসেবে কাজ করছেন। সালমান ছাড়াও তিনি ক্যাটরিনা কাইফ, হৃতিক রোশন এবং কারিনা কাপুরের মতো তারকাদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন। তার সংস্থা 'টাইগার সিকিউরিটি' মাইক টাইসন এবং জাস্টিন বিবারের মতো আন্তর্জাতিক তারকাদের নিরাপত্তা প্রদানেও কাজ করেছে।