সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

দেশে ফিরতে চান অরুণা, জানালেন ভালোবাসার গল্প

বিনোদন ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১১:২৭ এএম

দেশে ফিরতে চান অরুণা, জানালেন ভালোবাসার গল্প

ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর 'গরম পানি ছিটানোর' পরামর্শ দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সেই বিতর্কের পর তিনি দেশ ছেড়ে কানাডায় চলে যান। দীর্ঘদিন পর তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে বাংলাদেশে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক মাধ্যমে একটি পোস্টে অরুণা বিশ্বাস কানাডায় তার একটি অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, মেট্রোতে ফেরার সময় দুজন বাঙালি তরুণী তাকে চিনতে পেরে অনেক প্রশ্ন করেন এবং তার সিনেমার প্রশংসা করেন। তাদের কথায় তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করেন।


অরুণা বিশ্বাস তার পোস্টে লেখেন, "আমার কত যে আনন্দ হচ্ছিল। নিজেকে সম্মানিত মনে হচ্ছিল। আর মনে হলো—আবার ফিরতে হবে আমার জায়গায়, যে জায়গা একান্তই আমার। মানুষের ভালোবাসা, আর ভালোবাসা।" তার এই মন্তব্য থেকে অনেকেই মনে করছেন, তিনি দেশে ফেরার জন্য মনস্থির করেছেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় 'আলো আসবেই' নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অরুণা বিশ্বাস ছাত্রদের দমাতে বিতর্কিত পরামর্শ দিয়েছিলেন, যার স্ক্রিনশট ভাইরাল হলে তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর থেকে তিনি কানাডায় অবস্থান করছেন। যদিও তিনি কানাডার নাগরিক, তবে তার এই পোস্টে দেশের প্রতি তার ভালোবাসা এবং ফিরে আসার আগ্রহ প্রকাশ পেয়েছে।