সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

‘মির্জা টু’তে অঙ্কুশের প্রতিপক্ষ দুর্দান্ত ভিলেন যীশু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ০৬:৪৫ পিএম

‘মির্জা টু’তে অঙ্কুশের প্রতিপক্ষ দুর্দান্ত ভিলেন যীশু

ছবি- সংগৃহীত

অঙ্কুশ হাজরার প্রথম ছবি ‘মির্জা’ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে এর অ্যাকশন এবং কাহিনীর টানটান উত্তেজনা দর্শককে আকৃষ্ট করেছিল। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় আসছে ‘মির্জা টু’। এই ছবিতে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত, যিনি দীর্ঘ সময় ধরে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রে কাজ করে এখন টলিউডে ফিরছেন। এই প্রত্যাবর্তন তার চরিত্রে আরও গভীরতা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

টলিউডের আলোচিত ছবি ‘মির্জা’র সিক্যুয়েল ‘মির্জা টু’ দর্শকদের সামনে আসছে নতুন চমক নিয়ে। প্রথম ছবিতে দর্শক যেখানে কৌশিক গাঙ্গুলিকে ভিলেন হিসেবে পেয়েছিলেন, সেখানে এবার প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। বলিউড ও দক্ষিণী সিনেমায় নিজের দাপট দেখানোর পর যীশুর এই বাংলা প্রত্যাবর্তন টলিউডে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ হাজরা। যীশুর অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, "যীশুদা আবারও দুর্দান্ত খলনায়ক হয়ে আমার বিপরীতে থাকবেন, আর মির্জাকে সমানে-সমানে টক্কর দেবেন।"

প্রথম ছবির মতোই ‘মির্জা টু’ পরিচালনা করবেন সুমিত-সাহিল জুটি। প্রযোজনার দায়িত্বে থাকছেন সানি ঘোষ রায় ও স্নিগ্ধা বসু। ছবিতে অঙ্কুশের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ঐন্দ্রিলা সেন, যার চরিত্রে এবার আরও বেশি অ্যাকশন দেখা যাবে বলে শোনা যাচ্ছে। মুম্বাইয়ের একদল বাঙালি চিত্রনাট্যকার এই ছবির গল্প লিখছেন, যা নাকি আরও তীক্ষ্ণ এবং নাটকীয় হতে চলেছে।

নতুন বছরের শুরুতেই ছবির শুটিং শুরু হবে। এর মধ্যেই দর্শকমনে ছবিটি নিয়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। যীশুর মতো একজন শক্তিমান অভিনেতার ভিলেন চরিত্রে আগমন নিঃসন্দেহে ‘মির্জা টু’কে আরও আকর্ষণীয় করে তুলবে।