আগস্ট ৫, ২০২৫, ১০:৫৩ এএম
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 'জুলাই ঘোষণাপত্র' উপস্থাপন উপলক্ষে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আনতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে অন্তর্বর্তী সরকার। কর্মসূচি শেষে এসব ট্রেনে করেই তাদের আবার নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের পর এই প্রথম একটি বড় ধরনের জাতীয় সমাবেশ হতে যাচ্ছে। এই সমাবেশকে কেন্দ্র করে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আট জোড়া ট্রেনের জন্য মোট ৩০ লাখ ৪৬ হাজার টাকার মতো ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই বিপুল পরিমাণ খরচ বহন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে এ বিষয়ে চিঠি দেওয়া হলে দ্রুততম সময়ের মধ্যে রেলপথ মন্ত্রণালয় বিশেষ ট্রেনের ব্যবস্থা করে।
ট্রেনের সময়সূচি: বিশেষ ট্রেনগুলোর সময়সূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে দূর-দূরান্তের মানুষজনও সহজে সমাবেশে অংশ নিতে পারেন।
-
দূরবর্তী জেলা: রংপুর, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী থেকে ট্রেনগুলো ৪ আগস্ট রাতে অথবা ৫ আগস্ট ভোরে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
-
নিকটবর্তী জেলা: গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং ফরিদপুর থেকে ট্রেনগুলো অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে ঢাকা পৌঁছাবে।
অনুষ্ঠান শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ফিরতি যাত্রা শুরু করবে। রেলওয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে রংপুর থেকে আসা ১৪ কোচের ট্রেনের জন্য, যা প্রায় সাড়ে ১০ লাখ টাকা।
অতীতে বিভিন্ন রাজনৈতিক দলও তাদের সমাবেশে লোকজনকে আনতে বিশেষ ট্রেন ভাড়া করার নজির রয়েছে। যেমন, জামায়াতে ইসলাম তাদের জাতীয় সমাবেশে নেতাকর্মীদের জন্য ৮টি ট্রেন ভাড়া করেছিল। এছাড়া, ছাত্রদলও সম্প্রতি তাদের ছাত্র সমাবেশে চট্টগ্রাম থেকে একটি বিশেষ ট্রেন ভাড়া করে। এবার অন্তর্বর্তী সরকার নিজেই জনগণের অংশগ্রহণের জন্য এই ধরনের উদ্যোগ নিয়েছে। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আবেদন করলে যে কোনো সংস্থা বা দলকে এই ধরনের ট্রেন ভাড়া দেওয়া হয় এবং এক্ষেত্রে সাধারণ ভাড়ার চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি নেওয়া হয়।