সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়াতে মানুষের ঢল, নিরাপত্তা জোরদার।

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৫, ২০২৫, ০২:৫১ পিএম

বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়াতে মানুষের ঢল, নিরাপত্তা জোরদার।

ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উৎসবে যোগ দিচ্ছেন।

 গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতন ঘটে। সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা দিন নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন ও গুরুত্বপূর্ণ কর্মসূচি রাখা হয়েছে।


 বৃষ্টির কারণে অনুষ্ঠান কিছুটা ছন্দপতন হলেও মানুষের উৎসাহে ভাটা পড়েনি। দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউ এবং এর আশপাশের এলাকা মানুষের উপস্থিতিতে ভরে উঠেছে। বৃষ্টির কারণে অনেককে ছাতা মাথায় দিয়ে বা ভিজেই মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

 এই বড় আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে। এছাড়া, র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং র‍্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।

 অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে এটি সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ ভবনের উল্টো দিকের সেচ ভবনের সামনে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে এবং বৃষ্টির কথা মাথায় রেখে মঞ্চে পানি নিরোধক ব্যবস্থাও রাখা হয়েছে।

দিনব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সাইমুম, কলরব, সায়ান, সোলস, ওয়ারফেজ, আর্টসেলসহ অনেক জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড অংশ নিচ্ছে।