সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

জমকালো আয়োজনে ‘৩৬ জুলাই’ উদযাপন, গানে মাতছেন হাজারো ছাত্র-জনতা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৫, ২০২৫, ০৪:৪১ পিএম

জমকালো আয়োজনে ‘৩৬ জুলাই’ উদযাপন, গানে মাতছেন হাজারো ছাত্র-জনতা

ছবি- সংগৃহীত

গত বছরের ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং বিজয় উদযাপন করতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উদযাপনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্র-জনতা একত্রিত হয়েছে। এই অনুষ্ঠানেই সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করার কথা রয়েছে।

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে '৩৬ জুলাই' উদযাপনের এক জমকালো আয়োজন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন ব্যান্ডের গান এবং নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র-জনতা এই উৎসবে মেতে উঠেছে। দিনভর এই অনুষ্ঠানে মানুষের ঢল নামছে, যা জুলাই গণঅভ্যুত্থানের প্রতি তাদের সমর্থন ও উচ্ছ্বাসকে তুলে ধরছে।


বৃষ্টির কারণে কিছুটা ছন্দপতন হলেও আগত ছাত্র-জনতার উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। অনেকেই ছাতা ছাড়াই জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে বা জুলাই সনদের ব্যাজ বুকে লাগিয়ে বৃষ্টিতে ভিজে গান উপভোগ করছেন। অনেকে রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। নানা স্লোগানে মুখরিত অনুষ্ঠান প্রাঙ্গণে একসময় "জুলাই সনদ চাই" স্লোগানও শোনা যায়।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাদের মধ্যে একজন তরুণ আশরাফুল ইসলাম ইমন কালবেলাকে বলেন, "আজ ৩৬ জুলাই। আজকের দিনেই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে আমরা ছাত্র-জনতা বিজয় এনেছিলাম। এক বছর পূর্ণ হলো। তাই আমরা বিজয় উৎসব করতে এসেছি।"

বেসরকারি চাকরিজীবী রবিউল আলম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে অনুষ্ঠানে এসেছেন। তিনি বলেন, "আজ সেই দিন, যেদিন খুনি হাসিনাকে জনতা উৎখাত করেছিল। সেদিন আমিও রাজপথে ছিলাম। তাই আজও এসেছি সেই আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে। সবাই অনেক আনন্দ করছি।"

সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেছে সাইমুম শিল্পীগোষ্ঠী, যারা 'এই দেশ আমার বাংলাদেশ', 'জীবনের গল্প' সহ বিভিন্ন ইসলামিক সংগীত পরিবেশন করেছে। এছাড়াও কলরব শিল্পীগোষ্ঠী 'দে দে পাল তুলে দে' এবং 'ধনধান্য পুষ্পভরা'র মতো জনপ্রিয় গান পরিবেশন করে। কণ্ঠশিল্পী নাহিদ তার 'পলাশীর প্রান্তর' এবং '৩৬ জুলাই' গান দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। কণ্ঠশিল্পী তাশফি এবং বিভিন্ন ব্যান্ডদল যেমন শূন্য, সোলস, ওয়ারফেজ ও এফ মাইনরও দর্শকদের মাতিয়ে তোলে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জনপ্রিয় উপস্থাপক জুলহাজ্জ জুবায়ের ও সারা আলম। আয়োজকদের পক্ষ থেকে বৃষ্টির জন্য কিছু প্রাথমিক প্রস্তুতি রাখা হয়েছে, যেমন বিকল্প সাউন্ড সিস্টেম, প্লাস্টিক কভার এবং শুকনো কাপড়। এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং গত বছরের গণঅভ্যুত্থানের বিজয় ও ভবিষ্যৎ বাংলাদেশের প্রতি মানুষের প্রত্যাশার প্রতিফলন।