আগস্ট ৬, ২০২৫, ০২:০৬ পিএম
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তাদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এর ধারাবাহিকতায়, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে একটি কর্মসূচি পালন করে, যা রাজধানীর বাড্ডা এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জাগপার নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন, যা ওই এলাকার যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায়।
জানা গেছে, জাগপার নেতাকর্মীরা সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাও করার উদ্দেশে রওনা হয়। পুলিশ তাদের গুলশান বাড্ডা লিংক রোড এলাকায় আটকে দিলে তারা সেখানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু করেন।
জাগপার এই কর্মসূচি গত ৩০ জুন ঘোষণা করা হয়েছিল, যেখানে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদ জানানো হয় এবং তাকে দ্রুত ফেরত পাঠানোর দাবি জানানো হয়। গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন।
পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলে দুপুর সোয়া ১২টার দিকে জাগপার নেতাকর্মীরা তাদের ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি স্থগিত করে রাস্তা ছেড়ে দেন। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।