সৌদিতে ১৯ হাজার প্রবাসী গ্রেপ্তার: আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১, ২০২৪, ১২:০০ এএম
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ১৯ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে বেশিরভাগই আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২১ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলা এই অভিযান দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া কঠোর পদক্ষেপের অংশ।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১,২৬৮ জন আবাসন আইন, ৪,৭৭৩ জন সীমান্ত আইন, এবং ২,৯৮৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। অবৈধ উপায়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আটক হয়েছেন আরও ১,২১২ জন, যাদের বেশিরভাগই ইথিওপিয়ান (৭৩%) এবং ইয়েমেনি (২৫%)।
এছাড়া, অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ১২২ জন প্রবাসীকে আটক করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে সহায়তাকারীদের জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।
বর্তমানে ২৪ হাজার ১০৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এদের মধ্যে ১০ হাজারেরও বেশি প্রবাসীকে ইতোমধ্যে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। বাকিদের ক্ষেত্রে কূটনৈতিক মিশনের সহায়তায় প্রয়োজনীয় নথি প্রস্তুত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বাস, যার মধ্যে লক্ষাধিক অভিবাসী শ্রমিক রয়েছেন। দেশটি নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এই অভিযান সম্পর্কে স্থানীয় গণমাধ্যমে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধ অভিবাসন, সীমান্ত অতিক্রম, এবং এ কাজে সহযোগিতা করলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। এই পদক্ষেপ দেশটির নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন: