সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

রং সাইডে এসে বাসের ধাক্কা, ফরিদপুরে ৩ প্রাণহানি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৫, ০৪:১৮ পিএম

রং সাইডে এসে বাসের ধাক্কা, ফরিদপুরে ৩ প্রাণহানি

ছবি- সংগৃহীত

বাংলাদেশের সড়ক-মহাসড়কে সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা, আইন অমান্য করে রং সাইড দিয়ে গাড়ি চালানো এবং যানবাহনের ত্রুটি - এ সকল কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কেড়ে নিচ্ছে বহু তাজা প্রাণ। বিশেষ করে রং সাইড দিয়ে গাড়ি চালানোর প্রবণতা সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে, যা প্রায়শই ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেয়। আজকের ঘটনাটিও সেই গাফিলতিরই পুনরাবৃত্তি।

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় অবস্থিত হোসেন ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি গ্রামের মৃত মোহাম্মদ আলী মৃধার ছেলে আজিজুল হক (৬২), ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল কাশেম মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা (৭৫), এবং ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ এলাকার বাসিন্দা বিভূতি কুমার বিশ্বাসের স্ত্রী মিনতি রানী বিশ্বাস (৪২)।


ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটি সঠিক পথ ধরে চলছিল। তবে মাগুরাগামী লোকাল বাসটি নিজের লেন ছেড়ে রং সাইডে এসে রয়েল পরিবহনের বাসটির সামনের দিকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হওয়ার পাশাপাশি রয়েল বাসের চালক, সুপারভাইজার ও হেলপার আহত হয়েছেন।

করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস এবং ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই লোকাল বাসের তিনজন যাত্রী নিহত হন এবং উভয় বাসের ২৭ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুই বাসের ২৭ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পরই দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, বাস দুটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হবে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।