জুলাই ৩০, ২০২৫, ০৪:১৭ পিএম
ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে এসে দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শিক্ষক মাহেরীন চৌধুরীর কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, "শিক্ষক মাহেরীন চৌধুরী শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের জীবন বাঁচানোর জন্য যে দায়িত্ব পালন করেছেন, সেটি অনন্য। বাচ্চাদের জীবন রক্ষায় শিক্ষিকা হিসেবে, মা হিসেবে সত্যিকার অর্থে একজন আলোকিত মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে এখানে এসেছি।"
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান, সদস্য সচিব এইচএম সাইফুল্লাহ রুবেল, জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ময়নুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন: