শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা, বাকেরগঞ্জে বাবা-মায়ের আত্মসমর্পণ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩১, ২০২৫, ১০:৩৮ এএম

মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা, বাকেরগঞ্জে বাবা-মায়ের আত্মসমর্পণ

ছবি- সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের মাদকাসক্ত যুবক হাসান গাজী (২৫)-কে পিটিয়ে হত্যার পর তার বাবা জাফর গাজী ও মা নাজমা বেগম মঙ্গলবার (২৯শে জুলাই) দুপুরে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। এই ঘটনা বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় ঘটেছে।

নিহত হাসানের বাবা-মা থানায় এসে পুলিশকে জানান, প্রায় এক বছর ধরে তাদের একমাত্র ছেলে হাসান গাজী মাদকে আসক্ত হয়ে পড়েছিল। মাদকের টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে হাসান তার মা নাজমা বেগমের কাছে মাদক কেনার জন্য ৫ হাজার টাকা দাবি করে। মা টাকা দিতে রাজি না হলে, হাসান তাকে বেদম মারধর শুরু করে।

এ সময় বাবা জাফর গাজী ঘরে এসে ছেলেকে থামাতে চেষ্টা করেন। কিন্তু হাসান তার বাবার ওপরও চড়াও হয়। নিজের এবং স্ত্রীর জীবন রক্ষার্থে কোনো উপায় না দেখে জাফর গাজী ঘরে থাকা একটি স্টিলের পাইপ দিয়ে হাসানের মাথায় আঘাত করেন। গুরুতর আঘাতে হাসান মাটিতে লুটিয়ে পড়লে, তাকে ঘরে রেখেই বাবা জাফর গাজী ও মা নাজমা বেগম দ্রুত বাকেরগঞ্জ থানায় ছুটে যান এবং পুলিশের কাছে নিজেদের আত্মসমর্পণ করেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত হাসান গাজীকে উদ্ধার করে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে এবং নিহত সন্তানের বাবা জাফর গাজীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনাটি সমাজে মাদকের ভয়াবহতা এবং এর পরিণতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

আউটরো: মাদকের করাল গ্রাস কীভাবে একটি সাজানো পরিবারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে, এই ঘটনাই তার নির্মম বাস্তবতা তুলে ধরছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচিত হোক এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক— এটাই আমাদের প্রত্যাশা। দিনাজপুর টিভি এই ধরনের সামাজিক সমস্যাগুলো তুলে ধরে আপনাদের সচেতন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরও জানতে চোখ রাখুন দিনাজপুর টিভিতে।