শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন মধুবনী!

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩১, ২০২৫, ১১:৩৬ এএম

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন মধুবনী!

ছবি- সংগৃহীত

ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ মধুবনী গোস্বামী ও তার স্বামী অভিনেতা রাজা গোস্বামী সবসময়ই তাদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি তাদের একটি ছবি ও ক্যাপশন ঘিরে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে। ছবিটি মধুবনীর দ্বিতীয়বার মা হওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা তাদের ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আনন্দ তৈরি করেছে। এই ধরনের ব্যক্তিগত খবর সাধারণত তারকাদের জীবনযাত্রার একটি অংশ, যা তাদের অনুরাগীরা আগ্রহের সঙ্গে অনুসরণ করেন।

ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী মধুবনী গোস্বামী দ্বিতীয়বার মা হতে চলেছেন, এমন জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তিনি ও তার স্বামী অভিনেতা রাজা গোস্বামী একটি ছবি পোস্ট করেছেন, যা এই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

ছবিতে দেখা যাচ্ছে, মধুবনীর স্ফীতোদরের সামনে বসে আছেন রাজা গোস্বামী। ছবির ক্যাপশনে মধুবনী লিখেছেন, ‘আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না কিন্তু জীবন আমাদের চমকে দেওয়ার জন্য নানা রকম মজার রাস্তা খুঁজে নেয়।’

তিনি আরও জানান, এই সুখবরটি সম্পূর্ণ অপরিকল্পিত। মধুবনী লিখেছেন, ‘সত্যি বলতে, আমরাও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যাই হোক, যেহেতু বিষয়টি হচ্ছে, তাই তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামীকালের দিনটাই বেছে নিয়েছি।’

অভিনেত্রী নিশ্চিত করেছেন যে এই ঘোষণা তার বিউটি পার্লার-কেন্দ্রিক কোনো খবর নয়। অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটাও হতে পারে। তবে এখনই খোলসা করে কিছু বলা যাবে না।’

শুভ দিন হওয়ায় বৃহস্পতিবার তারা এই ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের ফেসবুক পোস্টের শেষে মধুবনী লিখেছেন, ‘সুখবরই দেব। তবে আমার বিউটি পার্লারের সঙ্গে এর কোনো যোগ নেই, এটা অন্য বিষয়।’

মধুবনীর এই পোস্টে তার ভক্তরা ধরে নিয়েছেন যে তাদের ঘরে দ্বিতীয় সন্তান আসছে। ইতোমধ্যেই মধুবনী ও রাজাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।