সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ঘুমের মধ্যে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৫, ০৫:৩৩ পিএম

ঘুমের মধ্যে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ছবি- সংগৃহীত

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলগুলোতে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা একটি সাধারণ সমস্যা, বিশেষ করে বর্ষাকালে। বর্ষার কারণে সাপ লোকালয়ে চলে আসে, এবং অনেক সময় ঘুমের মধ্যে বা অসাবধানতাবশত মানুষ সাপের কামড়ের শিকার হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি সেই ঝুঁকিরই একটি চিত্র তুলে ধরেছে। এই ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা খুবই জরুরি।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘুমের মধ্যে সাপের কামড়ে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে নিজের ঘরে মায়ের পাশে ঘুমন্ত কিশোরী নাঈমা আক্তারের এ মৃত্যু ঘটে।

জানা গেছে, নাইমা আক্তার (১৩) উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের বক্সীমিয়াজির বাড়ির মৎস্যজীবী হাসানের মেয়ে। সে রায়পুর গাউসিয়া হাশেমিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। এক ছেলে তিন মেয়ের মধ্যে নাঈমা সবার বড়।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, “নাঈমা আক্তার রাতে তার মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে হঠাৎ ব্যথা অনুভব করলে সে তার মাকে ডাকে এবং কিছু একটা কামড় দিয়েছে বলে জানায়। এ সময় পরিবারের সদস্যরা কিছু বুঝে উঠার আগেই নাঈমা অজ্ঞান হয়ে পড়লে দ্রুত আনোয়ারা উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় সাপে কামড়ের বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “গতরাতে সাপের কামড়ে মৃত্যু হওয়া একজনকে আনা হয়েছিল। চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।”