সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

পদ্মা সেতুতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৫, ১০:৪৩ এএম

পদ্মা সেতুতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

ছবি- সংগৃহীত

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তবে এর সঙ্গে বেড়েছে যানবাহনের চলাচল, যা কিছু ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়েছে। পদ্মা সেতু ও এর সংলগ্ন এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির যানবাহন চলাচল করে, ফলে সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। সম্প্রতি মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার কাছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে, যা আবারও সড়ক নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে।

 মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তা শনাক্ত করা সম্ভব হয়নি।


শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, নিহতরা হলেন ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের মোহাম্মদ আলী অন্তু (২৬) এবং তার একজন সঙ্গী, যার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। তারা পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ টোলপ্লাজা অতিক্রম করার পরপরই পেছন থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি কোনো কিছু না থামিয়েই দ্রুতবেগে পালিয়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, “নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আমরা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঘাতক বাস এবং তার চালককে শনাক্ত করার চেষ্টা করছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ ধরনের দুর্ঘটনা রোধে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সংলগ্ন এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।