আগস্ট ৩, ২০২৫, ০১:১৮ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরী থানার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ৪ কেজি গাঁজা এবং ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
আজ (৩ আগস্ট ২০২৫) রাত ২:৩০ মিনিটে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। আটককৃত মাদক কারবারি হলেন পশ্চিম রামখানা এলাকার আলী হোসেন (৩২)। তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আলী হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই অভিযান স্থানীয় মাদকবিরোধী কার্যক্রমে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।