আগস্ট ৮, ২০২৫, ১০:৫০ এএম
বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের ঘটনা প্রায়শই ঘটে থাকে। এসব অনুপ্রবেশের পেছনে সাধারণত দালাল চক্রের হাত থাকে, যারা মোটা অংকের টাকার বিনিময়ে মানুষকে সীমান্ত পারাপারে সহায়তা করে। সম্প্রতি পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবি ১১ জন নারীকে আটক করেছে, যা আবারও মানবপাচারের এই চক্রগুলোর তৎপরতা সামনে নিয়ে এসেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১১ জন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৮ আগস্ট) ভোরে তেঁতুলিয়া উপজেলার শুকানী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে সীমান্ত পিলার ৭৪২/১-এস এর কাছাকাছি আমজোয়ানী এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা ভারতে অনুপ্রবেশের ঠিক আগ মুহূর্তে ধরা পড়েন।
আটকৃত নারীরা যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিজিবিকে জানিয়েছেন, দালাল চক্রের মাধ্যমে তারা মোট ১ লাখ ৬৫ হাজার টাকার চুক্তিতে সীমান্ত এলাকায় এসেছিলেন। আটককৃতদের কাছ থেকে ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে এবং তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মানবপাচার এবং চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্তজুড়ে কড়া নজরদারি অব্যাহত আছে।