সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ধামরাইয়ে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ০৭:২১ পিএম

ধামরাইয়ে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ছবি- সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত মদপানের কারণে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনা স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। নিহত দুজনই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য এবং তারা ভ্যানচালক আবুল কাশেমের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি এক দুঃখজনক ঘটনা, যা মদ্যপানের বিপদ সম্পর্কে আবারও সতর্ক করে।

ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত মদপানের কারণে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজনই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

মৃত ব্যক্তিরা হলেন- রংপুরের মিঠাপুকুর থানার শঠিবাড়ী গ্রামের বিপ্লব কুজুর (২৭) এবং একই থানার হলদিবাথান গ্রামের সুধীর (৪৫)। তারা ভালুম গুচ্ছগ্রাম এলাকায় ভাড়া থেকে কুইচ্চা ধরে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে তারা নিজেদের ঘরে বসে অতিরিক্ত মদপান করেন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাদের নিথর দেহ দেখতে পায় এবং দ্রুত পুলিশকে খবর দেয়।

ধামরাই থানার এসআই মো. ফারুক হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পর মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।