সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

কক্সবাজার ছেড়েছেন এনসিপির ৫ শীর্ষ নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১০:৫৩ পিএম

কক্সবাজার ছেড়েছেন এনসিপির ৫ শীর্ষ নেতা

ছবি- সংগৃহীত

গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উদযাপনের দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার ভ্রমণে যান। তাদের এই আকস্মিক সফর নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়, বিশেষ করে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি আরও গুরুত্ব পায়। এ নিয়ে দলটি থেকে কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়। এসব আলোচনার মধ্যেই শীর্ষ নেতারা কক্সবাজার ছেড়ে ঢাকায় ফিরেছেন।

গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের দিনে কক্সবাজার ‘ভ্রমণে’ যাওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পাঁচ শীর্ষ নেতা ঢাকায় ফিরেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার পর সড়কপথে তারা কক্সবাজার ত্যাগ করেন। তাদের এই সফর ঘিরে বিভিন্ন মহলে 'গোপন বৈঠক' নিয়ে ব্যাপক জল্পনা চলছিল।

মঙ্গলবার অনেকটা ‘গোপনে’ কক্সবাজার আসেন এনসিপির শীর্ষ পাঁচ নেতা— হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, খালিদ সাইফুল্লাহ এবং সারজিসের স্ত্রী আয়শা খানম। তারা প্রথমত উখিয়ার ইনানীর সী পার্ল হোটেলে ওঠেন। তখনই গুঞ্জন ওঠে, তারা সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছেন। যদিও হোটেল কর্তৃপক্ষ এবং এনসিপি নেতারা এই খবর অস্বীকার করেন। পরে তারা হোটেল পরিবর্তন করে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে ওঠেন।

 জুলাই গণঅভ্যুত্থান দিবসে দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে শীর্ষ নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে এনসিপির মধ্যে অসন্তোষ দেখা যায়। এ কারণে দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নেতারা দুটি গাড়িতে করে হোটেল ত্যাগ করেন বলে হোটেল প্রাসাদ প্যারাডাইজের ব্যবস্থাপক ইয়াকুব আলী নিশ্চিত করেছেন। স্থানীয় এনসিপির সংগঠক খালিদ বিন ওয়ালিদ জানান, নেতারা সড়কপথেই ঢাকায় ফিরেছেন।