জুলাই ২২, ২০২৫, ০১:০২ পিএম
ফেসবুকের শক্তিশালী প্রাইভেসি সেটিংস ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত তথ্য ও কার্যকলাপের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন। এটি শুধু অনাকাঙ্ক্ষিত নজরদারিই নয়, বিভিন্ন অনলাইন প্রতারণা থেকেও আপনাকে সুরক্ষিত রাখবে। এখনই সময় আপনার ফেসবুক প্রাইভেসি সেটিংসগুলো একবার যাচাই করে নেওয়ার।
ফেসবুকে আপনি বিভিন্ন পোস্ট, ছবি, প্রোফাইল তথ্য কারা দেখতে পাবে তা নির্ধারণ করতে পারেন। প্রধান অপশনগুলো হলো:
-
পাবলিক (Public): সবার জন্য উন্মুক্ত। ফেসবুকে না থাকলেও যে কেউ দেখতে পারবে।
-
বন্ধুরা (Friends): শুধু আপনার ফ্রেন্ডলিস্টে থাকা ব্যক্তিরা দেখতে পারবে।
-
কিছু বন্ধু বাদ দিয়ে (Friends except...): নির্দিষ্ট কিছু বন্ধুকে ছাড়া বাকিরা দেখতে পারবে।
-
নির্দিষ্ট বন্ধু (Specific friends): শুধু নির্বাচিত কিছু বন্ধু দেখতে পারবে।
-
শুধু আমি (Only me): শুধু আপনি দেখতে পারবেন। কারও সঙ্গে শেয়ার হবে না।
সর্বোচ্চ গোপনীয়তা চাইলে প্রতিটি ক্ষেত্রে 'শুধু আমি' অপশনটি বেছে নিতে পারেন।
১. ফেসবুকের উপরের ডান কোণে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন। ২. সেটিংস ও প্রাইভেসি (Settings & Privacy) অপশনে যান, তারপর সেটিংস (Settings)-এ ক্লিক করুন। ৩. বাম পাশের মেনু থেকে প্রাইভেসি (Privacy) ক্লিক করুন।
এখান থেকে আপনি নিচের বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবেন:
-
আপনার পোস্ট কে দেখতে পারবে: 'আপনার কার্যকলাপ (Your Activity)' অংশে গিয়ে আপনার ভবিষ্যতের পোস্ট কারা দেখতে পারবে তা সেট করুন। চাইলে পুরোনো পোস্টও সীমিত করতে পারেন।
-
আপনাকে কারা খুঁজে পাবে: 'মানুষ কীভাবে আপনাকে খুঁজে পায় ও যোগাযোগ করে (How people find and contact you)' অংশে গিয়ে বন্ধুর অনুরোধ, ইমেইল বা ফোন নম্বর দিয়ে খোঁজা বন্ধ করতে পারেন।
-
আপনাকে মেসেজ পাঠানো বন্ধ করতে: 'আপনি কীভাবে মেসেজ অনুরোধ পাবেন (How you get message requests)' সেটিংসে গিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মেসেজ বন্ধ করুন।
-
প্রোফাইলে ট্যাগ বা পোস্ট কে করতে পারবে: 'প্রোফাইল ও ট্যাগিং (Profile and Tagging)' অংশে গিয়ে ট্যাগ অনুমোদন, অন্যের পোস্ট দেখা বা আপনার প্রোফাইলে পোস্ট করা সীমিত করুন।
-
ফলোয়ার ও মন্তব্য নিয়ন্ত্রণ: 'পাবলিক পোস্ট সেটিংস (Public Post Settings)'-এ গিয়ে কে আপনার পোস্টে মন্তব্য করতে পারবে বা কে ফলো করতে পারবে তা ঠিক করুন।
-
কারা ব্লক করা থাকবে: 'ব্লকিং (Blocking)' অংশে গিয়ে যাদের দেখতে বা যোগাযোগ করতে চান না, তাদের ব্লক করুন।
১. নিচের ডান কোণে মেনু (Menu) আইকনে ক্লিক করুন। ২. সেটিংস ও প্রাইভেসি (Settings & Privacy) > সেটিংস (Settings)-এ যান। ৩. 'অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি (Audience and Visibility)' অংশে গিয়ে নিচের বিষয়গুলো আলাদা করে ঠিক করুন: * অন্যরা কীভাবে খুঁজে পাবে * পোস্ট * স্টোরি * রিল * ফলোয়ার ও পাবলিক কনটেন্ট * প্রোফাইল ও ট্যাগিং * ব্লকিং * অ্যাকটিভ স্ট্যাটাস
আপনার মতামত লিখুন: