জুলাই ২৩, ২০২৫, ০২:৪৮ পিএম
এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে বসেছে পাকিস্তান। ঘরের মাঠে লিটন দাসের দলের এমন দাপুটে জয়ে রীতিমতো হতবাক সাবেক পাকিস্তানি অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকসে’ তিনি পাকিস্তানকে কঠোর সমালোচনা করে বলেছেন, বাংলাদেশ আবারও কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং-বোলিং করতে হয়, তা শিখিয়ে দিয়েছে।
আমাদের অনুসন্ধানে জানা গেছে, চলমান এই সিরিজে ধারাভাষ্যের কাজে বাংলাদেশ সফরে আছেন রমিজ রাজা। সেখানেই তিনি পাকিস্তানের এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
রমিজ রাজার চোখে বাংলাদেশের জয়ের সূত্র
রমিজ রাজা বলেন, "ম্যাচ, সিরিজ দুটিই খুইয়েছে পাকিস্তান। বাংলাদেশকে অসংখ্য শুভেচ্ছা। আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল তারা (বাংলাদেশ)। কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং-বোলিং করা উচিত, সেটা বাংলাদেশ শিখিয়েছে।" তার এই মন্তব্যে বাংলাদেশের খেলোয়াড়দের প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং কৌশলগত শ্রেষ্ঠত্বের ইঙ্গিত পাওয়া যায়।
১৩৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও পাকিস্তানের টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতা রমিজ রাজাকে হতাশ করেছে। তিনি মনে করিয়ে দেন, "শেষ দিকে বাংলাদেশ কয়েকটা ক্যাচ মিস করেছে। যদি ফাহিম আশরাফ আউট না হতো, তাহলে পাকিস্তান জিততেও পারত।" তবে একই সঙ্গে তিনি পাকিস্তানের ব্যাটিং ধ্বসের দিকে ইঙ্গিত করে বলেন, "কিন্তু নিজেদের জন্য কাজটা তারা অনেক কঠিন করেছিল। প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারানোর অর্থ ১৩৪ রানের লক্ষ্যকে দ্বিগুণ কঠিন বানানো।" এটি পাকিস্তানের ব্যাটিং অর্ডারের দুর্বলতা এবং চাপ সামলাতে না পারার অক্ষমতাকে তুলে ধরে।
হোয়াইটওয়াশের হাতছানি: তিন ফরম্যাটে 'ধবলধোলাই'য়ের রেকর্ড
আগামীকাল মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে জয় পেলেই পাকিস্তানকে তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ করার বিরল রেকর্ড গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে ওয়ানডে সিরিজে ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করেছিল টাইগাররা। গত বছর (২০২৪) পাকিস্তানের মাটিতেই টেস্ট সিরিজে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল। এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার দুয়ারে চলে এসেছে বাংলাদেশ, যা তাদের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় কীর্তি হবে।
এই জয় নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট দলের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান আরও সুদৃঢ় করবে।
আপনার মতামত লিখুন: