বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষিকার সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৩, ২০২৫, ০৯:২৯ পিএম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষিকার সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

ছবি- সংগৃহীত

বুধবার, নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ বিমান বাহিনী। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শ্রদ্ধেয় শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শিক্ষিকা মাহেরীন চৌধুরী ছিলেন মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিজের জীবন উৎসর্গ করে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন তিনি। তাঁর এই আত্মত্যাগ চিরকাল সকলের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

বিমান বাহিনীর প্রতিনিধি দল মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নিরলস পরিশ্রম করে থাকেন। মাহেরীন চৌধুরীর আত্মত্যাগ সেই আদর্শেরই প্রতিফলন।শিক্ষিকা মাহেরীন চৌধুরীর আত্মত্যাগ ও বিমান বাহিনীর এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট ও মন্তব্য করেছেন।