সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

Xiaomi Poco M7 Plus: ৭,০০০ mAh ব্যাটারি ও ১৪৪ Hz ডিসপ্লে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ০৫:১৬ পিএম

Xiaomi Poco M7 Plus: ৭,০০০ mAh ব্যাটারি ও ১৪৪ Hz ডিসপ্লে

ছবি- সংগৃহীত

চীনা প্রযুক্তি ব্র্যান্ড শাওমির সাব-ব্র্যান্ড Poco তাদের নতুন স্মার্টফোন Poco M7 Plus উন্মোচনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফোনটিতে থাকবে ৭,০০০ mAh সিলিকন-কার্বন ব্যাটারি এবং ১৪৪ Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে—যা বাজেট সেগমেন্টে এক বড় সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

Poco M7 Plus এ ব্যবহার করা হয়েছে Snapdragon 6s Gen 3 চিপসেট, যা দ্রুত প্রসেসিং ক্ষমতা ও শক্তি সাশ্রয়ে সহায়ক হবে। ফোনটিতে থাকবে ৬.৯-ইঞ্চি Full HD+ IPS LCD প্যানেল, যা ১৪৪ Hz রিফ্রেশ রেটে কাজ করবে।

ক্যামেরা সিস্টেমে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা ১০৮০p ভিডিও ধারণে সক্ষম। যদিও আনুষ্ঠানিক চার্জিং ক্ষমতা এখনো নিশ্চিত নয়, ধারণা করা হচ্ছে ফোনটিতে থাকবে ৩৩W ফাস্ট চার্জিং সুবিধা।

ভারতীয় বাজারে ১৩ আগস্ট মডেলটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে পারে এবং দাম ধরা হতে পারে ১৫,০০০ রুপির নিচে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কবে আসবে তা এখনো জানা যায়নি। তবে প্রযুক্তি বাজার বিশেষজ্ঞদের মতে, এর দাম হতে পারে ৳১৩,৯০০–৳১৬,৯০০ এর মধ্যে।

CincoDias-এর প্রতিবেদনে বলা হয়েছে, সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের ফলে এটি প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় বেশি চার্জ সঞ্চয় করতে পারবে এবং দীর্ঘস্থায়ী ব্যাকআপ দেবে। Poco M7 Plus বাজারে এলে এটি বাজেট স্মার্টফোন ক্যাটাগরিতে প্রতিযোগিতা আরও বাড়াবে।