সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গাজা যুদ্ধ শুরুর পর প্রায় ৫০ ইসরায়েলি সেনার আত্মহনন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৫, ১০:০৬ এএম

গাজা যুদ্ধ শুরুর পর প্রায় ৫০ ইসরায়েলি সেনার আত্মহনন

সংগৃহীত ( প্রতীকি ছবি )

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৫০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন বলে বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

ইসরায়েলের দৈনিক হারেৎজ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, এ বছর ১৭ জন, ২০২৪ সালে ২৪ জন ও ২০২৩ সালে ১৭ জন আত্মহত্যা করেছে। পত্রিকাটি সামরিক বাহিনীতে মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী ও সমাজকর্মীর ঘাটতিকে এই আত্মহননগুলোর পেছনে একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে।

সেখানে আরও বলা হয়েছে, সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্য, রিজার্ভ বাহিনীর সদস্য ও চরম মানসিক চাপে থাকা বিশেষ ইউনিটের সেনাদের সহায়তায় ‘ব্যবস্থাগত ব্যর্থতা’ রয়েছে—বিশেষ করে যেসব সেনা নিহত সহযোদ্ধাদের মরদেহ শনাক্তের দায়িত্বে ছিলেন। পত্রিকাটির মতে, প্রতি মাসে শত শত মানসিকভাবে আঘাতপ্রাপ্ত সেনাকে সেনাবাহিনীর পুনর্বাসন বিভাগে ভর্তি করা হয়। এদের অনেকেই গাজায় সামরিক অভিযানের পর পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভুগছেন।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, সোমবার দক্ষিণ ইসরায়েলের ওফাকিম শহরের এক রিজার্ভ সেনার মরদেহ তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে, যা কর্মকর্তারা আত্মহনন হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিহত সেনাদের দেহাবশেষ শনাক্তকারী ইউনিটে কর্মরত ছিলেন।

সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮৯৮ জন ইসরায়েলি সেনা নিহত৬ হাজার ১৩৪ জন আহত হয়েছে। তবে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখার অভিযোগ রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। একটানা বোমাবর্ষণে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ও মারাত্মক খাদ্য সংকট দেখা দিয়েছে।

ইসরায়েলি মানবাধিকার সংগঠন বি’টিসেলেমফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল গাজায় গণহত্যার অভিযোগ তুলেছে। তারা ফিলিস্তিনি সমাজের কাঠামোগত ধ্বংস ও স্বাস্থ্যব্যবস্থা ইচ্ছাকৃতভাবে ধ্বংস করার কথা উল্লেখ করে।

গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলাও চলছে।