সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ত্রাণ দেওয়ার পর ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৫, ১০:১৭ এএম

ত্রাণ দেওয়ার পর ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা

ছবি- সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ নেওয়ার পর ইসরায়েলি সেনাদের গুলিতে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা প্রকাশ করেছেন অ্যান্থনি অ্যাগুইলা, যিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর সাবেক কর্মকর্তা ছিলেন। মিডল ইস্ট আইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অ্যাগুইলা, যিনি গত মাসে জিএইচএফ থেকে পদত্যাগ করেন, সম্প্রতি একটি পডকাস্টে তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি জানান, গত ২৮ মে গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কাজ করার সময় আমির নামের ওই শিশুটিকে দেখেন।

অ্যাগুইলা হৃদয়বিদারকভাবে বর্ণনা করেন, "ছেলেটা খালি পায়ে হেঁটে এসেছিল। তার গায়ে ছেঁড়া-ফাটা জামাকাপড় ছিল। কাপড়গুলো তার কঙ্কালসার গায়ে লেপ্টে ছিল। সে ১২ কিলোমিটার হেঁটে এসেছে। সে আমাদের দেওয়া অল্প খাবার নিয়ে খুবই খুশি হয়েছিল।"

তিনি আরও বলেন, "খাবারগুলো নেওয়ার পর সে মাটিতে নামিয়ে রাখে। আমি তখন হাঁটু গেড়ে বসা ছিলাম। সে তার কঙ্কালসার, ময়লা দুটি হাত দিয়ে আমার গাল ছুঁয়ে আমাকে চুমু দেয়। তারপর ইংরেজিতে বলে, থ্যাংক ইউ। এরপর সে খাবার নিয়ে ফিরে যায়।"

কিন্তু শিশুটির ভাগ্যে ছিল ভিন্ন কিছু। অ্যাগুইলার বর্ণনানুযায়ী, "যাওয়ার সময় তাকে লক্ষ্য করে পিপার স্প্রে, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও গুলি ছোড়া হয়। সে ভয় পেয়ে দৌড় দেয়। তখন ইসরায়েলি সেনারা পুরো ভিড় লক্ষ্য করে গুলি চালাতে থাকে। অনেক মানুষ গুলিতে পড়ে যায়। আমিরও তাদের একজন।"

উল্লেখ্য, চলতি বছরের মে মাসের শেষ দিকে গাজায় ত্রাণসহায়তা বিতরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত 'গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন' কার্যক্রম শুরু করে। এই বিতর্কিত ফাউন্ডেশনের কেন্দ্রগুলো থেকে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে এ পর্যন্ত এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।